বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:২৫ এএম

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি

রবিবার সকাল দশটায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠক করে জাপানের রাষ্ট্রদূত। ছবি: ভোরের কাগজ

দেশের চলমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। ছবি: ভোরের কাগজ
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
[caption id="attachment_369044" align="aligncenter" width="700"]
তিনি বলেন, বিএনপি মহাসচিবের সাথে জাপানের রাষ্ট্রদুতের সাক্ষাৎ ইতো নাওকি সাক্ষাৎ করতে সকাল দশটায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান।
বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।