×

জাতীয়

অটোরিকশাচালককে অজ্ঞান করে রিকশা ছিনতাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১২:৪৫ পিএম

   

রাজধানীর চানখারপুলে আ. খালেক (৪০) নামে এক অটোরিকশাচালককে অজ্ঞান করে রিকশা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গ্যারেজ ম্যানেজার হাসপাতালে নিয়ে ভর্তি করেন তাকে।

আব্দুল খালেক খিলগাঁও তালতলা মার্কেটের পিছনে আলমের গ্যারেজের রিকশা চালান। সেখানেই থাকেন তিনি।

গ্যারেজের ম্যানেজার হান্নান মিয়া বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রিকশা চালাতে বের হন খালেক। রাতে তিনি রিকশা চালান আর দিনে বিশ্রাম করেন। সকাল সাতটার দিকে গ্যারেজে রিকশা নিয়ে ফিরেন। আজকে সকাল ৯ টা বেজে গেলেও তিনি গ্যারেজে না ফেরায় তার মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন। তবে তা সম্ভব হয়নি। এর কিছুক্ষণ পর খালেকের মোবাইল থেকে তাকে ফোন করে জনৈক ব্যক্তি বলেন, আপনাদের গ্যারেজের রিকশাচালককে অজ্ঞান করে রিকশা নিয়ে গেছি। চানখানপুল মোড়ে তাকে রেখে এসেছি। হাসপাতালে নিয়ে যান। এরপর থেকে সেই ফোনও বন্ধ। কয়েক মিনিট পর অন্য একটি নাম্বার থেকে ম্যানেজারকে আবার ফোন করে বলা হয়, রিকশা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

এরপর তিনি চানখারপুল জনতা ব্যাংকের সামনের ফুটপাত থেকে খালেককে অচেতন অবস্থা উদ্ধার করেন। তার সঙ্গে মোবাইল ফোনটি পাওয়া গেলেও টাকা-পয়সা ও ওই রিকশা পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, জরুরী বিভাগে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App