×

জাতীয়

আদালতে হাজিরা দিলেন ফখরুল-আব্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ১০:৩৩ এএম

আদালতে হাজিরা দিলেন ফখরুল-আব্বাস

ছবি: সংগৃহীত

   

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য আসামিরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন তারা। ২০১৯ সালের ডিসেম্বর মাসের শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগের করা দুই মামলায় এদিন তারা হাজিরা দেন। আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।

জানা গেছে, সকাল ৮টার দিকে আদালতে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গায়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। আদালতের সময় সকাল সাড়ে ৯টায় হওয়ায় তারা আইনজীবীর চেম্বারে অবস্থান নেন। এর আগে সকাল ৮টার দিকে তারা আদালতে উপস্থিত হন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘২০১৯ সালের ডিসেম্বর মাসের শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে করা দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ বিএনপিপন্থী আইনজীবী নেতা মাসুদ আহমেদ তালুকদার বলেন, মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেনসহ দলটির অনেক নেতার বিরুদ্ধ থাকা মামলায় শুনানির দিন ধার্য আজ। তারা এসব মামলায় আজ আদালতে হাজিরা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App