×

জাতীয়

ভোলার গ্যাস আসবে ঢাকার শিল্পে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৭:২১ পিএম

ভোলা এলাকার সুন্দরবন গ্যাস কোম্পানির (এসজিসিএল) উৎপাদিত গ্যাস ঢাকার শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ হবে সিলিন্ডারের মাধ্যমে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ১০ বছরের মেয়াদে সরবরাহ চুক্তিসহ তিনটি প্রস্তাব অনুমোদন পায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। একই দিনে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৪৬৮ কোটি টাকা ব্যয়ে চার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দুটি বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে সাংবাদিকদের মতবিনিময়কালে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, এসজিসিএলের উৎপাদিত গ্যাস স্থানীয় পর্যায়ে ব্যবহারের পর প্রাথমিকভাবে ৫ এমএমসিএফডি ও পরবর্তীতে ২০ এমএমসিএফডি গ্যাস কম্প্রেসড করে সিলিন্ডারে পরিবহণ করে ঢাকার শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। এই লক্ষ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের সঙ্গে ১০ বছর মেয়াদে চুক্তি সম্পাদনের অনুমোদন দেয়া হয়েছে।

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এক হাজার ২৯৩টি ইউনিয়নে ও এক হাজার ৩০৭টি ইউনিয়নে দুটি পৃথক প্রস্তাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামতের জন্য বেসরকারি বিনিয়োগকারী সংস্থা সামিট কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের কমপ্লেক্স ও ফোর্সেস ট্রেনিং স্কুল কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় খিলগাঁও র‌্যাব-৩ কমপ্লেক্স নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে প্রায় ৪১ কোটি টাকা।

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং স্কিমের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়। আরিচা (বরব্দাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের পূর্ত কাজ অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ২৯০ কোটি টাকা।

এছাড়া, কিশোরগঞ্জ সড়ক বিভাগের অধীন গৌরিপুর-আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়কের মানে উন্নীতকরণ প্রকল্পের পূর্ত কাজ অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে প্রায় ১৩৭ কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার

পটেটো চিপস খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

পটেটো চিপস খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App