এবার ছাদে কোন যাত্রী নয়, টিকেট যার ভ্রমণ তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০১:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: ভোরের কাগজ
এবারে ঈদুল ফিতর উপলক্ষে বিনা টিকেটে বা ছাদে চড়ে কোন যাত্রী যাবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ রবিবার (১৬ এপ্রিল) কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

রেলমন্ত্রী বলেন, এবারে স্টেশনের ভিতরে যাতে কোন বিনা টিকেটের যাত্রী ট্রেন চড়তে না সে জন্য স্টেশনে প্রবেশে কড়াকড়ি করা হয়েছে। বাঁশের মধ্য দিয়ে প্রবেশকালে টিকেট চেকিং করা হবে।

সিডিউল বিপর্যয় হবে কিনা এ রেলমন্ত্রী জানান, আমাদের দেশে তো অধিকাংশই সিঙ্গেল লাইন, তার ওপরে প্রচণ্ড গরমে লাইন বেকে যাবার সম্ভাবণা থাকায় ট্রেন একটু ধীর গতিতে চলবে। সেজন্য একটু দেরি হতে পারে ট্রেন আসা যাওয়ার। তবে আমরা চেষ্টা করবো যদি বৃষ্টি হয় তাহলে ট্রেন দ্রুত গতিতে চলবে। তখন সিডিউল বিপর্যয় কম হবে।

তবে সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, এবারে কমলাপুর থেকে প্রতিদিন ৪৫ হাজার যাত্রী যাতয়াত করবে। আর সারা দেশে ৭৫ হাজার যাত্রী প্রতিদিন যাতয়াত করতে পারবে বলে জানান রেলমন্ত্রী। এবারে ঈদে ৫২ জোড়া অর্থাৎ ১০৪ টি ট্রেন চলাচল করবে। যার শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হয়েছে।