জাপানি পর্যটকের মালামাল ছিনতাই: ১ আসামি রিমান্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৮:৫০ পিএম
রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটকের মালামাল ছিনতাইয়ের মামলায় স্বপন নামে এক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৮ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানা উপপরিদর্শক (এসআই) শামছুল আলম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন। মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) এশারত আলী রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটক ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। মামলার পর ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ও আশেপাশ এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ চেক করে আসামিকে চিহ্নিত করা হয়। উদ্ধার হয় মালামাল।