হজে গিয়ে চলতি বছর ৯১ বাংলাদেশির মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ১১:২৯ এএম

হজ করতে সৌদি আরবে গিয়ে চলতি বছর মোট ৯১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার এক নারীর মৃত্যু হয়েছে।
৫৩ বছর বয়সী ওই নারীর নাম ফাতেমা বেগম। রোববার ( ৯ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
জানানো হয়, গত শুক্রবার ফাতেমা বেগম নামের ৫৩ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তথ্য বুলেটিনে জানানো হয়নি।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে গিয়ে সব মিলিয়ে ৯১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ৬৯ জন পুরুষ; ২২ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, আরাফায় দুই জন, জেদ্দায় একজন ও মুজদালিফায় ১ একজন মারা গেছেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে। গত ২৭ জুন হজ শেষে এ পর্যন্ত ২৯ হাজার ৪ জন দেশে ফিরেছেন।