×

জাতীয়

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১১:০৮ পিএম

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র
   
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া চায়। মঙ্গলবার (১১ জুলাই) ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি থেকে রওনা হওয়ার আগে তিনি হিন্দুস্তান টাইমসের কূটনৈতিক সংবাদদাতা ও দিল্লী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ীর কাছে তার দেশের অবস্থান স্পষ্ট করেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে সাক্ষাতের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘অবশ্যই, আমি মনে করি আপনি জানেন যে, আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে আমরা একটি মিলনাত্মক দৃষ্টিভঙ্গি শেয়ার করি, একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অবস্থান সমর্থন করতে কোয়াডের মতো নতুন গ্রুপিংয়ের কথা বলেছি, যা আরও বেশি সমৃদ্ধ, আরও নিরাপদ, আরও সংযুক্ত, আরও অন্তর্ভুক্তিমূলক, আরও স্থিতিস্থাপক।’ তবে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বৈঠকের বিস্তারিত জানাতে রাজি হননি। তিনি বলেন, ‘আমাদের কূটনৈতিক আলোচনার বিষয়ে আমি খুব বেশি বিশদে যেতে পারি না, তবে অবশ্যই এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার অবিচ্ছেদ্য অংশ, আমাদের উভয় সরকারের জন্য যা আরেকটি সাধারণ চাওয়া। দিল্লির পরপরই ঢাকার পথে রাওনা হতে পেরে আমি খুবই আনন্দিত। আমরা মানবিক সহযোগিতা, নির্বাচন প্রক্রিয়া সহ অনেক বিষয় নিয়ে সরকারের সঙ্গে জোরালো আলোচনার অপেক্ষায়।’ তিনি বলেন, ‘একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা অর্জনের পথে দেশটির অর্থনৈতিক অগ্রগতি এবং সমৃদ্ধির মধ্যে সম্পর্ক, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহু দশকের উন্নয়ন অংশীদারিত্বের বিষয়, পাশাপাশি শ্রম অধিকার ও সমিতি গঠনের স্বাধীনতার প্রতি দেশটির কদরও ভূমিকা রেখেছে।’ বাংলাদেশিদের বিষয়ে নতুন ভিসা নীতির যৌক্তিকতা জানিয়ে তিনি অকপটে বলেন, ‘ঠিক আছে, আমাদের বিভাগীয় মুখপাত্র ঘোষিত একটি নতুন ভিসা নীতি কথা বলবো, যা সম্পূর্ণরূপে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই বিষয়টি প্রতিটি গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের পক্ষে সক্ষম হয়ে ওঠা ও বিকাশের জন্য এটি অপরিহার্য।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App