×

জাতীয়

নদী খননে দুর্নীতি: বিশেষজ্ঞ কমিটির দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৫:৩০ পিএম

নদী খননে দুর্নীতি: বিশেষজ্ঞ কমিটির দাবি

ফাইল ছবি

   
নদী খনন ও পলি অপসারণে অনিয়ম ও দুর্নীতি তদন্তে উচ্চক্ষমতা সম্পন্ন স্বাধীন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন ১৩ বিশিষ্ট নাগরিক। তারা ওই তদন্ত কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকসহ পানিসম্পদ বিশেষজ্ঞ, পরিবেশবিদ, জ্যেষ্ঠ সাংবাদিক ও নৌ-খাতের উন্নয়নে কাজ করা নাগরিক সংগঠন, নৌযান মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন। শনিবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বিভিন্ন শ্রেণি-পেশার ১৩ জন নাগরিক সরকারের প্রতি এই আহ্বান জানান। বিবৃতিতে অভিযোগ করা হয়, নদী রক্ষাসহ নৌখাতের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ও পরিবেশবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমালোচিত করতে মেগা প্রকল্পগুলো পরিকল্পিতভাবে ব্যর্থ করা হচ্ছে। অন্যদিকে, নদী খনন ও পলি অপসারণের দায়িত্বে নিয়োজিত ড্রেজিং বিভাগের ক্ষমতাধর প্রকৌশলীরাসহ বিআইডব্লিউটিএ’র কিছু কর্মকর্তা ও কর্মচারী লাগামহীন দুর্নীতির মাধ্যমে বিপুল বিত্ত-বৈভবের মালিক হচ্ছেন। জনগণের অর্থ লুণ্ঠনকারী এসব দুর্নীতিবাজকে চিহ্নিত, তাদের দুর্নীতির তথ্য ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে ১৩ বিশিষ্ট নাগরিক বলেন, অবিলম্বে দাবি মানা না হলে বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে নাগরিক তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি প্রকল্পভিত্তিক গণশুনানি গ্রহণ ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করবে। এরপর দুর্নীতিবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের নাম ও পরিচয়সহ পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। বিবৃতিদাতারা হলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক, শিশু সংগঠক বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম, সুপ্রিম কোর্টের আইনজীবী হারুন-উর রশীদ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্যসচিব আমিনুর রসুল বাবুল, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিতরঞ্জন দে, জ্যেষ্ঠ নৌ-প্রকৌশলী মো. আবদুল হামিদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, প্রভারটি ইমুলিনেশন অ্যাসিস্ট্যান্স সেন্টার ফর এভরিহোয়্যারের (পিস) নির্বাহী পরিচালক ইফমা হুসেইন, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম ও আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাপ্পিদেব বর্মণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App