ডাব্লিউএইচও সিভিল সোসাইটি কমিশনে অংশ নিতে পারবে বিএনএনআরসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৪:২৭ পিএম

জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সিভিল সোসাইটি কমিশনে অংশগ্রহণকারী সংগঠন হিসেবে অনুমতি পেয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।
সংস্থাটির সিভিল সোসাইটি কমিশনের লক্ষ্য হলো-আলোচনা জোরদার করা, সহযোগিতা বাড়ানো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে নাগরিক সমাজের সঙ্গে জড়িত থাকার বিষয়ে সমর্থন করতে সুপারিশের পাশাপাশি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাধারণ কর্মসূচির উদ্দেশ্য অর্জনে কাজ করা।
সেই সাথে স্বাস্থ্য-সম্পর্কিত এসডিজি অর্জনকে ত্বরান্বিত করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে নাগরিক সমাজের প্রয়োজন বিবেচনায় নিয়ে, বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং নাগরিক সমাজের সম্পৃক্ততার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন প্রচেষ্টাকে সমর্থন করা।
এ পর্যন্ত ৩৫০টিরও বেশি সংস্থা কমিশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার জন্য আবেদন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত গৃহীত ১২০টি সংস্থাকে অবহিত করা শুরু করেছে। ইতিমধ্যে এই কমিশনের কাজ শুরু হয়েছে, নাগরিক সমাজের অনুরোধের প্রেক্ষিতে মহাপরিচালকের পরামর্শও গ্রহণ করা হয়েছে।
তারপরও বিশ্ব সাস্থ্য সংস্থার সাথে জড়িত থাকার মাধ্যমে আরো ভালো এবং অর্থপূর্ণ উপায়গুলি অন্বেষণ করা এবং সঠিক পদ্ধতি খুঁজে বের করার জন্যও এই কমিশন কাজ করছে।
বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়।
এটি জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিরের বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং সংস্থাটি তথ্য সমাজ বিনির্মাণে অবদানের জন্য ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি জাতিসংঘের পুরস্কার-২০১৬ এর বিজয়ী এবং ২০১৭ এবং ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২৩- এর চ্যাম্পিয়ন।