আ.লীগ সভাপতির কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৬:০৫ পিএম

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল চারটায় দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসেন মার্কিন প্রতিনিধিদলে তিন সদস্য।
এসময় মার্কিন প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।
এসময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধিরা বাংলাদেশে প্রাক নির্বাচনী সফরে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছেন।
এর আগে আওয়ামী লীগ, বিএনপি ও নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তারা।
এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং কয়েকজন সাংবাদিকের সঙ্গেও বৈঠক করেছেন প্রতিনিধিদলের সদস্যরা।