×

জাতীয়

বিএনপি আস্থায় নিচ্ছে না আমাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০২:৪৮ পিএম

বিএনপি আস্থায় নিচ্ছে না আমাদের
   

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছেন, বিএনপিকে সর্বশেষ গত এপ্রিলে চিঠি দেয়া হয়েছে। আমরা তাদের আসতে বলেছিলাম। চায়ের দাওয়াত দিয়েছি, তাদের বলেছিলাম আসেন কথা বলি। কিন্তু আসেননি তারা। আমাদেরকে আস্থায় নিচ্ছে না বিএনপি। আমাদের মানেই না।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের এসব কথা বলেন মো. আনিছুর রহমান।

তিনি বলেন, উনারা (বিএনপি) কথা বলবেন না আমাদের সঙ্গে। এরপর তো আর কিছু বলার থাকে না। তাদের তো আমরা জোর করে আনতে পারব না। আমাদের কর্তব্য যতটুকু, তারমধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। বিষয়টি রাজনৈতিক, এটি রাজনীতিবিদরাই সমাধান করবেন। তারা কীভাবে সমাধান করবেন, সেটি তাদের ব্যাপারে। আমরা তাদের মাঝে প্রবেশ করব না। এখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ব্যাপারে কিছু বলতে পারছি না। তাদের সঙ্গে বসব কি বসব না, তা তফসিল ঘোষণা হলে সিদ্ধান্ত নেব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কী কী পদক্ষেপ নিয়েছি সেসব তখন জানানোর প্রয়োজন হবে তাদের।

তিনি আরো বলেন, ভোটগ্রহণের দিন প্রার্থী যেকোনো কেন্দ্রেই যেতে পারবেন। এতে বাধা নেই কোনো। তবে নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে যাওয়া উত্তম। এতে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App