×

জাতীয়

কক্সবাজারে পাহাড়ধসে পাঁচ শিশু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ১০:৪৫ এএম

কক্সবাজারে পাহাড়ধসে পাঁচ শিশু নিহত
   
কক্সবাজারে পৃথক দুটি পাহাড়ধসে একই পরিবারের ৪ শিশুসহ ৫ জন নিহত হয়েছে। আজ বুধবার ভোরে কক্সবাজার শহরে ও রামুর পানেরছড়ায় এই পাহাড়ধসের ঘটনা ঘটে। রুমালিয়ারছড়ার একই পরিবারের নিহত ৪ শিশু হল- জামাল হোসেনের ছেলে আবদুল খাইর (৮) ও তিন মেয়ে মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০) ও খাইরুন্নেছা (৬)। নিহত অপর শিশু হল- রামুর পানেরছড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মোর্শেদ আলম (৬)। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অফরুজুল হক টুটুল জানান, ভোরে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় জামাল হোসেনের বাড়ির পাশে পাহাড় তার ঘরের উপর ধসে পড়ে। এতে জামাল হোসেনের ৪ সন্তান মাটি চাপা পড়ে। নিহতদের মামা খোরশেদুল আলম জানান, ভোরে উঠে নিহতদের মা বাড়ির বাইরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বাড়ির পাশের পাহাড় ধসে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়লে মা চিৎকার করায় আশপাশের লোকজন এগিয়ে আসে। তাৎক্ষণিক স্থানীয় মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে মানুষ ডাকা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। এ দিকে রামুর পানেরছড়া এলকায় একটি বাড়ির ওপর পাহাড় ধসে পড়লে ৩ জন চাপা পড়ে। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু মোর্শেদ আলম (৬) কে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App