পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ১১:১০ এএম
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার ভোর পাঁচটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশার যাত্রী সংঘদাশ বড়ুয়া (৭০) ও অটোরিকশাটির চালক উত্তম বড়ুয়া (৪০)। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহামন বলেন, সিএনজিচালিত অটোরিকশা চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় কক্সবাজারমুখী ‘শ্যামলী’ পরিবহনের যাত্রীবাহী একটি বাস সামনে থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সংঘদাশ বড়ুয়া ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশার চালক উত্তম বড়ুয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।