হজ নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দেয়ার তারিখ নির্ধারণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
চলতি বছর হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধনের অবশিষ্ট টাকা ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারি-বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহন চুক্তি সম্পন্ন করতে হবে। এ কারণে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদের আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দিতে হবে।’
এর আগে ৬ ফেব্রুয়ারি শেষ হয় এ বছরের হজ নিবন্ধন কার্যক্রম। তবে চতুর্থ দফা সময় বাড়িয়েও হজের নির্ধারিত কোটা পূরণ হয়নি। তাই ৪৪ হাজারের বেশি কোটা খালি রেখে শেষ হয় হজ নিবন্ধন প্রক্রিয়া।