×

জাতীয়

ভাষানটেকে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০২:৪৬ পিএম

ভাষানটেকে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাষানটেকে গ‍্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মো. লিটন (৫২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আগুনে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন নারী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটন।

লিটনের বাড়ি কুমিল্লার লাকসাম থানার চান্দগাও গ্রামে। তিনি ওই এলাকার আলী নেওয়াজের ছেলে। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ছয়জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে লিটন চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মঙ্গলবার সকালে মারা যান। তার শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

ডা. তরিকুল ইসলাম বলেন, একই ঘটনায় লামিয়ার (৭) শরীর ৫৫ শতাংশ, লিজার (১৮) শরীর ৩০ শতাংশ ও সুজনের (৮) শরীর ৪৩ শতাংশ দগ্ধ হয়। তারা সবাই বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। শরীরের বেশি অংশ পুড়ে যাওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ এপ্রিল) ভোরের দিকে ভাষানটেকের ১৩ নম্বর কালবাট রোড এলাকায় কয়েল ধরতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে যায়। পরে ভোর সোয়া ৫টার দিকে দগ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

পরে শনিবার (১৩ এপ্রিল) মেহেরুন্নেছা (৬৫) নামের দগ্ধ এক নারীর মৃত্যু হয়। রোববার (১৫ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সূর্য বানু (৩০) নামের আরেক নারী। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার

পটেটো চিপস খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

পটেটো চিপস খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App