×

জাতীয়

সাংবাদিক আজমল হক হেলালের বাড়িতে হামলা, ডিআরইউর নিন্দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৩:৩৪ পিএম

সাংবাদিক আজমল হক হেলালের বাড়িতে হামলা, ডিআরইউর নিন্দা

ছবি: সংগৃহীত

   

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।

সোমবার (১০ জুন) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

ভুক্তভোগী আজমল হক হেলাল বলেন, গত রবিবার (৯ জুন) রাত ১০টায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে অবস্থিত তার গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে জড়িতরা হলেন- সদ্য নির্বাচিত মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহমেদ খানের সমর্থক সগীর মেম্বার ও ভান্ডারিয়া উপজেলার হরিপাগলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাদ্দাম ও তার লোকজন। 

আরো পড়ুন: এক মাসে সর্বোচ্চ গুজব শনাক্তের রেকর্ড রিউমর স্ক্যানারের

তিনি আরো বলেন, সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে আমার ওপর হামলার উদ্দেশ্যে বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমাকে না পেয়ে ধারালো রাম দা দিয়ে বাড়ির সামনের টিনের বেড়া কুপিয়ে রেখে যায়। যাওয়ার সময় তারা হুমকি দেয়, হেলাল কিসের সাংবাদিক? তাকে দেখো নেবো। 

তিনি বলেন, বিষয়টি পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সন্ত্রাসীরা এখন আমার ভাই আইনলু হক স্বপনকেও মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। আমি এবং গ্রামে থাকা আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হবে।

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App