×

জাতীয়

আন্দোলনে নেমেছেন মেডিকেল শিক্ষার্থীরাও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম

আন্দোলনে নেমেছেন মেডিকেল শিক্ষার্থীরাও

ছবি: সংগৃহীত

   

কোটা বিরোধী আন্দোলনে এবার যুক্ত হয়েছেন মেডিকেল শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে পুরান ঢাকায় পথে বেরিয়ে এসেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) শিক্ষার্থীরা। তবে এরইমধ্যে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল গেটে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের উপর্যুপরি চড় থাপ্পড় ও স্ট্যাম্প-লাঠি দিয়ে আঘাত করেছে বলে জানায় আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা জানায়, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। আমাদের নিজেদের কলেজ ক্যাম্পাসে এ ধরনের হামলা মানা যায় না। আমাদের ছাত্রদের হলে আটকে রেখেছিল। বের হতে দেয়নি। এখন সবাই আসছে।

আরো পড়ুন: জবিতে লাঠিসোঁটা নিয়ে কোটা আন্দোলনকারীদের অবস্থান

সরজমিনে দেখা যায়, এই মুহূর্তে হামলাকারীদের বহিষ্কারের দাবিতে প্রিন্সিপ্যাল অফিসের সামনে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ২০১৮-২০১৯ সেশনের মেডিকেল শিক্ষার্থী নাফিস আনজুম খান অধরার মাথা ফেটে যায়। তার ১২টি সেলাই প্রয়োজন হয়।

এ প্রসঙ্গে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, রবিবার (১৪ জুলাই) চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App