×

জাতীয়

সোহেলে তাজের স্ট্যাটাস

কেন এখনো তাদের গ্রেপ্তার করা হলো না, রহস্যটা কি?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৪:০৯ পিএম

কেন এখনো তাদের গ্রেপ্তার করা হলো না, রহস্যটা কি?

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ছবি: সংগৃহীত

   

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এবার সেতু ভবনে আগুন ও লুটপাটের ঘটনায় মুখ খুলেছেন। সোমবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দেন। 

আরটিভি নিউজের একটি ভিডিও শেয়ার করে স্ট্যাটাসে সোহেল তাজ লেখেন, ছাত্র-জনতার আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে মিথ্যা ভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। 

সোহেল তাজ বলেন, ষড়যন্ত্রের অংশ হিসাবেই কি এই ধংসযজ্ঞ চালানো হয়েছিল? দুই সপ্তার উপরে সময় পার হয়ে গেলো আর সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালো।

তিনি বলেন, এসবের পরে কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হলো না? রহস্যটা কি? বিগত সরকারের সময় কেন এই ভিডিও গুলো দেখে এদের গ্রেফতার করা হলো না সেই সময়?

কমেন্টে সোহেলে তাজকে সমর্থন জানিয়েছেন অনেকেই। সুমন পারভেজ নামের একজন কমেন্টে লিখেছেন, ভাই, স্রোতের বিপরীতে আপনি একা দাড়িয়ে ছিলেন। একা ভেবে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এখন আর ভাই আপনি একা নন। আর কিসের অপেক্ষা ভাই। আপনি আন্দোলনের সমন্বয়কদের সাথে নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করেন। নয়তো এই রক্তদান বৃথা হয়ে যাবে। বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ভাই আমি আপনার সাথে থাকতে চাই। আপনার মত দেশকে আমিও খুব ভালবাসি।

মোঃ মোকাররম হোসেন ভূঁইয়া নামের একজন কমেন্টে লেখেন, লিডার এই মুহূর্তে সমালোচনায় না গিয়ে দলকে গোছান আমরা আপনাকে নিয়ে আশায় বুক বাঁধছি দয়া করে এই সময় বিভেদ ভুলে যান রাগ ক্ষোভ ভুলে যান।

খান হোসেন সামির নামের একজন লিখেছেন, বিগত সরকার তখন তাদের গ্রেফতার করার সময় পায়নি। আশা করি বর্তমান সরকার দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে।

উল্লেখ্য, এর আগেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে দেখতে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তবে তাদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের সঙ্গে তিনি কথা বলেন এবং সমন্বয়কদের বিষয়ে খোঁজখবর নেন।

আরো পড়ুন: ডিজিএফআইয়ের নতুন ডিজি কে এই ফয়জুর রহমান?

তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে সোহেল তাজ বলেন, ‘আমাদের ছাত্রছাত্রী ভাইবোনের বুকে যাতে আর একটাও গুলি না যায়। আপনারা বিরত থাকুন। এটা ঠিক নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App