×

জাতীয়

প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:৪৬ পিএম

প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী আন্দোলনে প্রবাসীদের সহায়তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রবাসী শ্রমিকরা যেভাবে আন্দোলনে সমর্থন দিয়েছেন, মুক্তিকামী জনগণ তা শ্রদ্ধাভরে মনে রাখবে।

রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ড. ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরা এই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে।

নতুন বাংলাদেশ গড়ার কাজে প্রবাসীদের অংশগ্রহণ কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, বিদেশে অবস্থানরত সকলের কাছে আমার আবেদন, তারা যেন নিজেদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে (ব্যাংক) পাঠান। দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় এই অর্থ বিশেষভাবে প্রয়োজন।

ড. ইউনূস প্রতিশ্রুতি দেন, প্রবাসীদের যথাযোগ্য মর্যাদা নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা হবে।

তিনি বলেন, গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকার দেশ ত্যাগ করার পর আমরা একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।

ড. ইউনূস বলেন, আমাদের লক্ষ্য একটিই— আমরা এক পরিবার। আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে।

তিনি সবার সহযোগিতা চেয়ে বলেন, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের দিন। আমরা আপনাদের বিপক্ষ দল নই।

প্রধান উপদেষ্টা আরো বলেন, আমাদের ঘেরাও করে কাজ করতে বাধা দেবেন না। সবাই মিলে বোঝান, তারা যেন আমাদের কাজের ক্ষেত্রে বাধা না দেন।

আরো পড়ুন: ৬ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

এর আগে, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচারিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App