×

জাতীয়

শিক্ষাব্যবস্থার মূলধারায় ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ এএম

শিক্ষাব্যবস্থার মূলধারায় ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ছবি: সংগৃহীত

   

এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নৈতিকতা ও মূল্যবোধ সংরক্ষণে শিক্ষাব্যবস্থার মূলধারার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অনুষ্ঠিত বিভাগটির সকল শিক্ষক ও শিক্ষার্থীদের একটি মতবিনিময় সভায় এই দাবি তুলা হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ।

সভায় সম্প্রতি ১৫ ই সেপ্টেম্বর ২০২৪ "জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে" শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ হতে দুইজন এবং আরবি বিভাগ হতে দুইজন মোট চারজন বিশেষজ্ঞ শিক্ষককে অন্তর্ভুক্ত করে উক্ত কমিটি পুনর্গঠনের জন্য দাবিও জানান হয়।

বক্তব্য প্রদানকালে বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ছানাউল্লাহ বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মূলধারার সকল স্তরে (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়) ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের নৈতিকতা ও মূল্যবোধ সংরক্ষণে ইসলাম শিক্ষা অতিব জরুরি।

আরো পড়ুন: ৪৬তম বিসিএস পরীক্ষা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটিতে কোন ইসলামি বিশেষজ্ঞ না থাকায় উক্ত সভায় উদ্বেগ প্রকাশ করে বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক আহমেদ বলেন, এনসিটিবি কর্তৃক গঠিত কমিটিতে কোন ইসলাম বিশেষজ্ঞ রাখা হয়নি। বিষয়টি ধর্মপ্রাণ মানুষের জন্য সত্যিই উদ্বেগজনক।

এসময় বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র মোঃ মাজহারুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে পাঠ্যপুস্তকে অনেক অনৈসলামিক উপায় উপাদান সংযুক্ত করা হয়েছিল এবং তা নিয়ে দেশের সর্ব মহলে বিতর্কের সৃষ্টি হয়। ইসলামি মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য ইসলাম বিশেষজ্ঞের কোন বিকল্প নেই।

আরেক শিক্ষার্থী মোঃ হাসান তারেক খান বলেন, এনসিটিবি কর্তৃক গঠিত কমিটিতে বিজ্ঞ ইসলামিক ব্যক্তিত্বের অনুপস্থিতি কমিটির কার্যক্রমকে বিতর্কিত করবে।

শিক্ষক ও শিক্ষার্থীদের মতবিনিময় এই সভায় শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক উক্ত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ হতে দুইজন এবং আরবি বিভাগ হতে দুইজন মোট চারজন বিশেষজ্ঞ শিক্ষককে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠনের দাবি জানান হয়। অন্যথায় যথাযথভাবে পরিমার্জন ও ইসলামি মূল্যবোধ বিরোধী উপাদান পরিমার্জন সম্ভব হবে না বলেও উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App