ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১১:৩১ এএম
-6708b84bca669.jpg)
ছবি: সংগৃহীত
দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। ফলে বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে মহাসড়কের দাউদকান্দি উপজেলা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে মহাসড়কের কুমিল্লাগামী লেনের গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। যানজটের কারণ হিসেবে দায়িত্বরত হাইওয়ে পুলিশের কর্মকর্তারা যানবাহনের অতিরিক্ত চাপ, মহাসড়কে খানাখন্দ আর উল্টাপাল্টা গাড়ি চালককে দায়ী করছেন।
ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের যাত্রী হোমনা উপজেলার শফিক, তিতাস উপজেলার কাউছার বলেন, আজ সকাল ৭টায় গুলিস্তান থেকে বাস ছেড়েছে। বেলা ১১টায় গৌরীপুর বাসস্ট্যান্ডে নামলাম। মেঘনা এবং দাউদকান্দি যানজটের কারণে এক ঘণ্টার জায়গায় ৪ ঘণ্টা লেগেছে।
যাত্রীরা অভিযোগ করেন, সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং, যাত্রী উঠানামা, সড়কের পাশ ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট, বাসস্ট্যান্ড এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে সৃষ্টি হচ্ছে যানজট।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, টানা চারদিনের ছুটিতে মহাসড়কে মাত্রাতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সদস্যরা কাজ করছেন।