×

জাতীয়

শাহজালালে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম

শাহজালালে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ

ছবি: ভোরের কাগজ

   

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কোটি টাকা মুল্যের ৬০ পিস স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রবিবার (২৭ অক্টোবর) রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের সিটের নিচ থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাস্টমস গোয়েন্দাদের কাছে তথ্য ছিল স্বর্ণের একটি বড় চালান আসার সম্ভাবনা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। রবিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ঢাকাগামী ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণ শেষে যাত্রীরা নেমে যায়। পরে ওই বিমানে অভিযান চালিয়ে তল্লাশী করলে তার ১৪-এ ও ১৫-এ আসনের নিচে লাইফ জ্যাকেটের উপরে ছাই রংয়ের এবং কালো রংয়ের স্কচট দিয়ে মোড়ানো দুটি বান্ডিলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। 

তিনি আরো বলেন, পরবর্তীতে বান্ডিল দুটি গ্রীণ চ্যানেলে এনে বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। এ সময় বান্ডিল দুটি খুলে ৬০ পিস স্বর্ণবার পাওয়া যায়। যার প্রতি পিসের ওজন ১১৬ গ্রাম। উদ্ধার করা স্বর্ণবারগুলোর মোট ওজন ৬.৯৬ কেজি। বাজুসের বর্তমান মূল্য তালিকানুসারে যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৮৬ লাখ টাকা। মূল্যবান স্বর্ণবারগুলো ঢাকার কাস্টম হাউসের গুদামে জমা করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আরো পড়ুন: কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App