×

জাতীয়

শেখ সেলিমের সঙ্গে অপ্রীতিকর ঘটনা সম্পর্কে মুখ খুললেন সোহেল তাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

শেখ সেলিমের সঙ্গে অপ্রীতিকর ঘটনা সম্পর্কে মুখ খুললেন সোহেল তাজ

শেখ ফজলুল করিম সেলিম এবং সোহেল তাজ। ছবি : সংগৃহীত

   

বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরাগভাজন হয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদপুত্র সোহেল তাজ। ইস্তফার কারণ হিসেবে তিনি বলেছেন, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা, অন্যায়গুলো মেনে নিয়ে জি হুজুর বলে থাকার মানুষ না তিনি। চূড়ান্ত প্রতিবাদ হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সময় শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে সোহেলে তাজের একটা অপ্রীতিকর ঘটনার কথা শোনা গিয়েছিল। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকের সাক্ষাতকারে সেই বিষয়ে কথা বলেছেন তাজপুত্র সোহেল।

সোহেল তাজ বলেন, শেখ সেলিমের সঙ্গে অপ্রীতিকর ঘটনার বিষয়টি সম্পূর্ণ ভুল। এটা বলা হয়েছে আসল কারণ পদত্যাগকে ‘ডিফ্লেক্ট’ করার জন্য। যারা প্রিভিয়াস সরকারে দুর্নীতি করেছেন, তাদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল। যারা সন্দেহভাজন দুর্নীতিবাজ সেই তালিকাতে ছিলেন বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু।

আরো পড়ুন : সোহেল তাজকে ফোন, যে আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা

তিনি বলেন, রাতে আমাকে এসবি প্রধান ফোন করে বলেন তিনি (টুকু) যাচ্ছেন, আমি বললাম তিনি কি তালিকায় আছেন? বলেন, জি আছেন। আমি বললাম আপনাদের যেটা করার সেটা করতে হবে। এই বিষয়টা মনে হয় তিনি (শেখ ফজলুল করিম সেলিম) জানতে পেরেছিলেন। এটা নিয়ে তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব মতবিরোধ হয়নি।

তিনি বলেন, শেখ সেলিম তাকে তার বেয়াই ইকবাল হাসান মাহমুদ টুকুর বিদেশ যাওয়ার ব্যাপারে কিছু বলেননি। এই গুজবটা ছড়িয়েছিল একটা গোষ্ঠী। যারা চেয়েছিল আমার পদত্যাগের আসল কারণগুলো ঢাকা দিয়ে একটা ফলস কারণ দাঁড় করাতে।

শেখ সেলিম তাকে কে ফোন করেছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাকে ফোন করে থাকলে মনে থাকত। আমি এসবি প্রধানকে বলেছিলাম নিয়মের মধ্যে যেটা আছে, তালিকা যদি থাকে তাহলে নিয়মের মধ্যে থেকে যেটা করার সেটাই করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App