×

জাতীয়

চাল আমদানি খরচ কমলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

চাল আমদানি খরচ কমলো

ছবি : সংগৃহীত

   

দেশের বাজারে চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। চালের আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং আগাম কর প্রত্যাহার করে দেয়া হয়েছে। এর ফলে প্রতি কেজি চালের আমদানি খরচ কমেছে ২৫ টাকা ৪৪ পয়সা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে চালের সরবরাহ বাড়ানো, ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

গত ২০ অক্টোবর চাল আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। পাশাপাশি বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়। এই পরিবর্তনের ফলে মোট করভার ৬২ দশমিক ৫ শতাংশ থেকে ২৫ শতাংশে নেমে আসে।

এরপর, গত ৩১ অক্টোবর বিশ্ববাজারে চালের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে অবশিষ্ট আমদানি শুল্ক ১৫ শতাংশ, নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার করা হয় এবং অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়। ফলে, বর্তমানে চাল আমদানিতে মোট করভার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে নেমে এসেছে।

এনবিআরের পরিচালক সৈয়দ এ মু’মেন ভোরের কাগজকে বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারের লক্ষ্য হলো বাজারে চালের সরবরাহ বৃদ্ধি করা এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App