ভোটার স্থানান্তরের আবেদন সাতদিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ইসির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম

নির্বাচন কমিশন অফিস। ছবি: সংগৃহীত
কোনো ভোটারের এলাকা স্থানান্তরের আবেদন সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজকরা সংক্রান্ত সভার সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে। এ ছাড়াও সব আঞ্চলিক ও জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা প্রতিপালনের জন্য বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ভোটারের এলাকা স্থানান্তরের আবেদন পাবার সাত কার্যদিবসের মধ্যে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্থানান্তরের আবেদনের সময় উক্ত ব্যক্তিকে সশরীরে উপস্থিত হতে হবে। এ ছাড়া আবেদনপত্র জমা দেবার সময় আবেদনকারীর ফিঙ্গার প্রিন্ট নেবার প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা করতে হবে।
অন্যদিকে একজন ভোটার কতবার ভোটার স্থানান্তর করতে পারবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে জেলা নির্বাচন অফিসারদের মাইগ্রেশন আবেদন দেখার ব্যবস্থা করতে হবে। স্থানান্তরের বিষয়টি একটি কমিটি করে যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
আরো পড়ুন: ভারতীয় ভিসা নিয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়
অন্যদিকে ম্যাডনেস স্ট্যাটাসে থাকা ভোটারদের তথ্যের জটিলতা নিরসনে একটি বিবরণী উপজেলা/থানা নির্বাচন অফিসার দারা পাঠানো হলে আগের সিদ্ধান্ত অনুসারে কারিগরি অধিশাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এছাড়া দ্বৈত ভোটার নিষ্পত্তির ক্ষেত্রে ভোটারের প্রথম আবেদনটি বহাল রেখে দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিল করতে হবে। যে সব ভোটারের আঙুলের ছাপ অন্যদের সঙ্গে মিলে যায়, তাদের আঙুলের ছাপ পুনরায় নিয়ে এই জটিলতা নিষ্পত্তি করতে হবে।
এদিকে সেবার মান উন্নত করার জন্য ভিপিএনের পাশাপাশি পাবর্ত্য অঞ্চলেও নিরবচ্ছিন্ন টেলিটক ও রবি নেটওয়ার্ক সচল রাখার ব্যাপারে ব্যবস্থা নেবারও নির্দেশনা দিয়েছে ইসি।