×

জাতীয়

শাহজাহান ওমরসহ ২০৩ জনের নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পিএম

শাহজাহান ওমরসহ ২০৩ জনের নামে মামলা

শাহজাহান ওমর

   

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের নামে এবার বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারের একদিন পর তার বিরুদ্ধে এ মামলা হলো। মামলায় আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনের আসামি করা হয়েছে। শুক্রবার রাতে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা করেন। রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন এই তথ্য জানিয়েছেন।

উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হোসেন শহীদ জিলানী মিলন মাহমুদ (বাচ্চু মৃধা), রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান বাপ্পি মৃধা, কাঁঠালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ. জলিল মিয়াজি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজাপুর শাখার চেয়ারম্যান যুবলীগ নেতা মো. সুমন সিকদার এবং বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন সুরু মিয়া।

মামলায় বলা হয়েছে, ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুরের বাইপাস মোড় এলাকায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে কর্মী সমাবেশে হচ্ছিল। সেই সময় আসামিরা দেশি অস্ত্র নিয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বাদী তালুকদার আবুল কালাম আজাদ বলেন, সেই সময়ে রাজাপুর থানায় মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে স্বাভাবিক পরিবেশ থাকায় নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে মামলা করা হয়েছে।

এর আগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ওইদিন সকালে বাড়িতে আসার পথে রাজাপুরের উত্তর পিংড়ি এলাকায় তার বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এর আগে বুধবার সন্ধ্যায় শাহজাহান ওমরের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় থানায় অভিযোগ করতে এলে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বিএনপি নেতার করা মামলায় লাল মৃধা নামের আরও একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App