×

জাতীয়

বাসদ নেতা আবদুর রাজ্জাকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

বাসদ নেতা আবদুর রাজ্জাকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি

ছবি: সংগৃহীত

   

বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা শাখার সমন্বয়ক আবদুর রাজ্জাকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান তিনি। ফিরোজ বলেন, আমরা আমাদের মুক্তিযুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্তির চেতনায় স্বাধীনতা অর্জন করেছিলাম এই ডিসেম্বর মাসে। 

গত ৫৩ বছরে শাসকশ্রেণি সেই চেতনার বিপরীতে দেশ পরিচালনা করায় তা অপূরিত থাকায় এবারেও অনুরূপ চেতনায় জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে।

কিন্তু আমরা দেখলাম, গণঅভ্যুত্থানের পর একটি চিহ্নিত গোষ্ঠী ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক চেতনাকে অস্বীকার করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ, মাজার, মন্দিরে হামলা এবং প্রগতিশীল ব্যক্তিবর্গের ওপর ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করে চলেছে।

বিবৃতিতে তিনি বলেন, একদল দুষ্কৃতিকারী-উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কুমিল্লায় নওয়াব ফয়জুনন্নেছা চৌধুরীর প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ভাস্কর্যে কালি লেপন করে বিকৃত করে দেয়। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে প্রতিকৃতি ও ভাস্কর্যের কালি মুছতে গেলে কতিপয় দুষ্কৃতিকারী বাসদ নেতা আবদুর রাজ্জাকের উপর হামলা চালায়। কিল, ঘুষি, বুকে-পিঠে লাথি মেরে এবং পিস্তল দিয়ে মাথায় আঘাত করে আবদুর রাজ্জাককে মারাত্মকভাবে জখম করে। বিবৃতিতে তিনি আবদুর রাজ্জাকের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

বিবৃতিতে ফিরোজ সর্বস্তরের জনগণের মধ্যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় গণঐক্য সৃষ্টির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ, সাম্প্রদায়িক উন্মাদনা যে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থি, তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। একইসঙ্গে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় গণঐক্যকে এগিয়ে নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং সর্ব প্রকার ধর্মান্ধ সাম্প্রদায়িক উন্মাদনা ও উসকানীর হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App