×

জাতীয়

বিশ্বের সবচেয়ে ‘দূষিত’ শহর ঢাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ এএম

বিশ্বের সবচেয়ে ‘দূষিত’ শহর ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা। ছবি: সংগৃহীত

   

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (১৪ ডিসেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

শনিবার আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ২৮৫। বায়ুর এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২২৪ স্কোর নিয়ে ২য় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। বাতাসের মানসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে ২০১ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থান করছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতার। এই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

বায়ুদূষণে ৪র্থ‌ ও ৫ম অবস্থানে যথাক্রমে আফগানিস্তানের রাজধানী কাবুল ও উগান্ডার রাজধানী কামপালা। শহর ২টির স্কোর যথাক্রমে ১৯৪ ও ১৯১। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। তালিকার ৬ষ্ঠ স্থানে ১৮১ পয়েন্ট নিয়ে ‘অস্বাস্থ্যকর’ বাতাসের শহর আজ ভারতের রাজধানী দিল্লি।

ছবি: আইকিউএয়ার

আরো পড়ুন: এবার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে পেঁয়াজ

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে বলে পরামর্শ দিয়েছে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App