জুলাই-আগস্টের মাঝেই নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম

ছবি: সংগৃহীত
চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দলের চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সোমবার (১৩ জানুয়ারি) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে।
প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রয়ায় বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি, এত বিলম্বিত করার কোনো কারণ নেই। এখন যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সরকারের মাঝেও মোটামুটি স্থিতিশীলতা এসেছে, নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিটির প্রতিবেদনও এ মাসে এসে যাবে। সুতরাং, আর বিলম্বিত করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না।
মির্জা ফখরুল বলেন, জুলাই-আগাস্টের মাঝেই নির্বাচন সম্ভব। এ কথা উল্লেখ করে দলের পক্ষ থেকে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তিনি।
তার মতে, নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে।