×

জাতীয়

বাংলাদেশ-ভারত সীমান্তে কৃষকদের সংঘর্ষ, বাংলাদেশি নাগরিক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম

বাংলাদেশ-ভারত সীমান্তে কৃষকদের সংঘর্ষ, বাংলাদেশি নাগরিক নিহত

ছবি: সংগৃহীত

   

চাঁপাইনবাবগঞ্জ ও মালদহ জেলার সীমান্তে কৃষকদের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবারো আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে দুই দেশের কৃষকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় কৃষকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিহতের ঘটনায় কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

বিজিবি জানিয়েছে,সীমান্তে উত্তেজনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। সীমান্তের নিরাপত্তা এবং দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষ এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। অন্যদিকে বিএসএফ জানিয়েছে, এ ঘটনায় দুজন ভারতীয় কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে, ২৬ জানুয়ারি সকালে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে দুই দেশের কৃষকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। সেদিনই বিকেলে ধারালো অস্ত্র দিয়ে একে অপর পক্ষকে আক্রমণ করে। দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষের ফলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আহাদ আলি নামে একজন বাংলাদেশি নাগরিক আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে তিনি মারা যান। 

এদিকে বিএসএফ বলছে, উনকোটি জেলার কৈলাসহর এলাকার বাসিন্দা দুই ভাই ঘটনার দিন সকালে সীমান্ত গেট পেরিয়ে জিরো লাইনের কাছে নিজেদের চাষের জমিতে গিয়ে দেখেন তাদের চাষ করা পান ও ধান কেউ কেটে নিয়ে গেছে। এ নিয়ে সেখানে বাংলাদেশি কৃষকদের সঙ্গে চিৎকার চেঁচামেচি হয়। বিকেলে তারা যখন কাঁটাতারের বেড়ার দিকে ফিরছিলেন, তখন তাদের ওপরে ১০-১২ জন বাংলাদেশি নাগরিক হামলা চালায় বলে তারা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।

বিজিবি জানিয়েছে, দুই দেশের নিহত এবং আহতরা পরস্পরের আত্মীয় এবং জমিজমা নিয়েই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং বিএসএফও এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে বলে জানানো হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App