×

জাতীয়

সরস্বতী পূজা আজ, দেশজুড়ে চলছে বিদ্যার দেবীর আরাধনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১১ এএম

সরস্বতী পূজা আজ, দেশজুড়ে চলছে বিদ্যার দেবীর আরাধনা

ছবি: সংগৃহীত

   

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা সারাদেশে আজ পালিত হচ্ছে। শ্বেতশুভ্র, কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহনে মুখরিত হয়ে উঠবে পূজামণ্ডপগুলো, ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ, ও উলুধ্বনিতে ভরে উঠবে চারপাশ।

প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা করা হয়। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী, দেবী সরস্বতী হলেন- ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার। তিনি শ্বেতশুভ্র বসনা, এক হাতে বেদ, অন্য হাতে বীণা ধারণ করে, যা তাকে ‘বীণাপাণি’ নামে খ্যাত করেছে। দেবীর আশীর্বাদে মানুষ জ্ঞান, বুদ্ধি, ও সৃজনশীলতায় উদ্দীপ্ত হয়।

সরস্বতী পূজায় শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি মনোযোগী থাকে। দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি ঘরে ঘরেও পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

বিস্তীর্ণ জগন্নাথ হল মাঠে পূজা উপলক্ষে তৈরি হয়েছে চমৎকার এক উৎসবমুখর পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় উপাসনালয়সহ বিভিন্ন পূজামণ্ডপে ইতোমধ্যেই নেয়া হয়েছে নানাবিধ কর্মসূচি। রঙ-বেরঙের আলোকসজ্জা, প্রতিমা শোভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণসহ নানা আয়োজন দিনটি আরও আনন্দঘন করে তুলেছে।

সরস্বতী পূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাব, এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে। বিদ্যা, জ্ঞান, এবং সৃজনশীলতার প্রতীক দেবী সরস্বতীর আশীর্বাদে ভরে উঠুক ভক্তদের জীবন—এ প্রত্যাশায় দেশজুড়ে পালিত হচ্ছে সরস্বতী পূজা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App