×

জাতীয়

হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপিসহ ৫৬ আওয়ামী লীগ নেতা আসামি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫২ পিএম

হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপিসহ ৫৬ আওয়ামী লীগ নেতা আসামি

ছবি: সংগৃহীত

   

গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান হত্যা চেষ্টার ঘটনায় সাবেক এক নারী এমপিসহ ৫৬ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা হয়েছে। পলাশবাড়ী থানার ওসি মো. জুলফিকার আলী ভুট্টু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।  

মো. জুলফিকার আলী ভুট্টু  জানান, পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহাম্মেদ বাদী হয়ে সোমবার রাতে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪। তিনি বলেন, মামলায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাবেক এমপি ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ ৫৬ জন আওয়ামী লীগ নেতাকে এ মামলায় আসামি করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরো ৫০-৬০ জন এ মামলার আসামি।

মামলার উল্লেখযোগ্য অসামিরা হলেন- পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম লিপন, উপজেলা আওয়ামী লীগের নেতা ও বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, এমপি স্মৃতির ছোট ভাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল প্রধান, আরেক ছোট ভাই কল্লোল প্রধান এবং বোন জামাই সেকেন্দার হাজী।

মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালে পলাশবাড়ী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে যুবদলের কর্মী সমাবেশে এমপি স্মৃতির নির্দেশে হামলা ও ভাঙচুর চালায় ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীর ওপর হামলা করে। এ তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। 

এতে রাগীব হাসান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ হামলার ঘটনায় পাঁচ বছর পর হত্যাচেষ্টা মামলা দায়ের করা হল। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App