×

জাতীয়

আজ মুক্তি পাচ্ছেন জামায়াত নেতা এটিএম আজহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৯:১৭ এএম

আজ মুক্তি পাচ্ছেন জামায়াত নেতা এটিএম আজহার

ছবি: সংগৃহীত

   

অবশেষে খালাস পেয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে আজ (২৮ মে) সকালে তিনি মুক্তি পাচ্ছেন।

মঙ্গলবার এক রায়ে তাকে খালাস দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২০১৪ সালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে বলেন, অন্য কোনো মামলা না থাকলে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।

মঙ্গলবার রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রায়ের অনুলিপি পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বলেন, খালাসের কাগজপত্র রাতে দেরিতে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তা হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়েছে। নিরাপত্তার দিকটি বিবেচনা করে রাতে তাকে মুক্তি না দিয়ে সকালে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টা ৩০ মিনিটে আজহারুল ইসলামকে বিএসএমএমইউ-এর প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হবে। এ উপলক্ষ্যে দলটির পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, দলের নেতাকর্মীরা আজহারের মুক্তিকে ‘ঐতিহাসিক’ হিসেবে দেখছেন এবং তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিয়েছেন।

দলীয় সূত্র বলছে, আজহারের মুক্তিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থানে দলের ইউনিটগুলো শোডাউনের প্রস্তুতি নিয়েছে।

আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। এ মামলার আপিল শুনানি শুরু হয় চলতি মাসের ৬ মে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

মগবাজারে ছিনতাই : ভাইরাল ভিডিওর সূত্র ধরে গ্রেপ্তার ৩

মগবাজারে ছিনতাই : ভাইরাল ভিডিওর সূত্র ধরে গ্রেপ্তার ৩

সচিবালয়ে কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

সচিবালয়ে কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

‘পদত্যাগ’ করতে পারেন বিসিবি সভাপতি ফারুক

‘পদত্যাগ’ করতে পারেন বিসিবি সভাপতি ফারুক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App