×

জাতীয়

ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক পার্সেন্টও দিবো না: নাহিদ ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১১:০৬ পিএম

ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক পার্সেন্টও দিবো না: নাহিদ ইসলাম

মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক পার্সেন্ট ছাড়ও আমরা দিবো না। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, যে মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মৌলিক সংস্কার, যে বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরতন্ত্র আর ফিরে আসবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলবো, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিবো না।

তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা ধরে রাখতে নিজেদের মধ্যে ছাড় দেয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি এক এগারো আসবে। কেননা, আমরা ইতিহাসে এটাই দেখেছি।

রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবিলার পরামর্শ দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই বসে করতে হবে। সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে। যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়; তাহলে লাভবান হবে ডিজিএফআই। লাভবান হবে অরাজনৈতিক শক্তি। লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলাপি ঋণে পথে বসতে যাচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও

আর্থিক খাতে হরিলুট খেলাপি ঋণে পথে বসতে যাচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প

নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

অভিষেকের পর পাকিস্তানকে কটাক্ষ অমিতাভের, কড়া জবাব শোয়েবকে

অভিষেকের পর পাকিস্তানকে কটাক্ষ অমিতাভের, কড়া জবাব শোয়েবকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App