×

জাতীয়

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সহিংসতা, নিহত ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সহিংসতা, নিহত ৩

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তেজনার মধ্যে ১৪৪ ধারা ভেঙে সহিংসতা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিহত ব্যক্তিরা সবাই ‘পাহাড়ি’। তবে তাদের কারো পরিচয় প্রকাশ করা হয়নি। 

বিবৃতিতে বলা হয়, গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া মেজরসহ ১৩ সেনা সদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হয়েছেন। 

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে জড়িতদের বিরুদ্ধে শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না বলে বিবৃতিতে আশ্বস্ত করা হয়। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, ২০ থেকে ২৫ বছরের মধ্যে তিনজন যুবক মারা গেছেন। কয়েকজন আহত আছেন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা গুলিতে না ঢিলের আঘাতে মারা গেছে, সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পওয়ার পর জানা হবে। গুইমারার পরিস্থিতি এখন ‘নিয়ন্ত্রণে’ রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

ধর্ষণকারী, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ধর্ষণকারী, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো অন্তর্বর্তী সরকার

হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো অন্তর্বর্তী সরকার

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সহিংসতা, নিহত ৩

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সহিংসতা, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App