×

জাতীয়

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ধর্ষণকারী, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

ধর্ষণকারী, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে অপরাধ কখনই প্রশ্রয় পাবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। একইসঙ্গে ধর্ষণকারী, নারী নির্যাতনকারী, অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় খাগড়াছড়ি মহাজন পাড়ায় ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় প্রতিনিধিরা। সুপ্রদীপ চাকমা বলেন, ভবিষ্যতে যেন পার্বত্য চট্টগ্রামে কোনোভাবেই সাম্প্রদায়িক সংঘাত না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আইনের ভিত্তিতেই প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের সমাজে অসহনশীলতা সৃষ্টি হোক, তা কখনই কাম্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা।

বাঙালি-পাহাড়ি সব সম্প্রদায়কে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অপরাধ প্রসঙ্গে বিবিসির সাক্ষাৎকারে যা বললেন শেখ হাসিনা

অপরাধ প্রসঙ্গে বিবিসির সাক্ষাৎকারে যা বললেন শেখ হাসিনা

‘বিএনপি-জামায়াত এক চামচ করে পেয়েছে, জনগণের প্লেট খালি’

‘বিএনপি-জামায়াত এক চামচ করে পেয়েছে, জনগণের প্লেট খালি’

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে : আমীর খসরু

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে : আমীর খসরু

‘সরকারের কাছে ৮ দলের তিন দাবি’

‘সরকারের কাছে ৮ দলের তিন দাবি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App