×

জাতীয়

প্রধান উপদেষ্টা

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

নতুন বাংলাদেশ গঠনে বেগম রোকেয়ার স্বপ্ন ও আদর্শ অনুসরণ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারেন, আমরা কেন পারব না? তার স্বপ্নকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আজ প্রযুক্তির যুগ, তাই পারা যায় না এমন কোনো কাজ নেই, শুধু মন থেকে চেষ্টা করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আজকের নারী সমাজ গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন নারী সমাজ। এই নারী সমাজ নতুন বাংলাদেশের গঠনে নেতৃত্ব দেবে। তারা শুধু নারীদের নয়, সমাজের সকল অংশকে উদ্বুদ্ধ করছে। তাই তাদের সমর্থন ও উদ্দীপনা বাড়ানো অত্যন্ত জরুরি।

আরো পড়ুন : ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

ড. ইউনূস বলেন, বেগম রোকেয়া ১০০ বছর আগেই বলেছিলেন—নারী-কন্যাদের শিক্ষিত করতে হবে যাতে তারা স্বনির্ভর হতে পারে। আজ আমরা বলছি, নারীদের উদ্যোক্তা হতে হবে। তিনি যেটা দেখেছিলেন, তার পথে এগোতেই হবে।

অনুষ্ঠানে রোকেয়া পদকপ্রাপ্ত নারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজ যারা পদক পেয়েছেন, তারা শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক স্তরে নেতৃত্বের যোগ্য। তাদের চিন্তা, বক্তব্য ও দর্শন দেশের প্রতিটি মেয়েকে অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে সকলে মিলিতভাবে কাজ করবে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনের তফসিল কাল বা পরশু, ব্যালটে থাকছে না স্থগিত দলের প্রতীক

নির্বাচনের তফসিল কাল বা পরশু, ব্যালটে থাকছে না স্থগিত দলের প্রতীক

মার্চে চলবে পাবনা-ঢাকা ট্রেন : বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন 

মার্চে চলবে পাবনা-ঢাকা ট্রেন : বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন 

আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল!

আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল!

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

প্রধান উপদেষ্টা রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App