×

পাকিস্তান

আফগানিস্তানে ফের হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৫১ এএম

আফগানিস্তানে ফের হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানের ভেতরে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে রক্তক্ষয়ী হামলার পর এমন সতর্ক বার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি দাবি করেছেন, আফগান তালেবান সরকার পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, গত দুই দিনে পাকিস্তানে দুটি বড় সন্ত্রাসী হামলা ঘটে, একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে এবং অন্যটি রাজধানী ইসলামাবাদে। এসব হামলায় দেশটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, এই হামলাগুলোর পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

তিনি আফগান তালেবান সরকারের হামলার নিন্দাকে অবিশ্বাসযোগ্য বলে মন্তব্য করে বলেন, তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ভারত বা আফগানিস্তান কেউ যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান সমান জবাব দেবে। আমরা কখনো আগ্রাসন শুরু করব না, তবে আমাদের ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।

এর আগে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে খাজা আসিফ লিখেছিলেন, আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্তে লড়ছে, ইসলামাবাদের এই আত্মঘাতী হামলাই তাদের চোখ খুলে দেওয়ার মতো।

আরো পড়ুন : ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

তিনি আরো বলেন, সন্ত্রাসবিরোধী এই লড়াই সমগ্র পাকিস্তানের যুদ্ধ। সেনাবাহিনীর ত্যাগই জাতিকে নিরাপত্তা দিচ্ছে।

অন্যদিকে, এক বিবৃতিতে আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনার সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করে আসিফ বলেন, কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারে। কিন্তু ইসলামাবাদে হামলার বার্তা এসেছে কাবুল থেকেই।

রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা আগেই এমন হামলার আশঙ্কা করেছিলাম। ইসলামাবাদের হামলা আমাদের স্পষ্ট বার্তা দিয়েছে- তোমাদের সব অঞ্চলই আমাদের নাগালের মধ্যে। তবে পাকিস্তান সীমান্ত বা শহর— কোথাও সন্ত্রাস সহ্য করবে না। প্রতিটি হামলার শক্ত জবাব দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায্যতা বাস্তবায়নে তাগিদ

কপ ৩০ সম্মেলনের ২য় দিন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায্যতা বাস্তবায়নে তাগিদ

শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি

শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি

বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

আম বাগানে সাথী ফসল হিসেবে মাসকলাই চাষে সফল কৃষকরা

আম বাগানে সাথী ফসল হিসেবে মাসকলাই চাষে সফল কৃষকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App