
প্রিন্ট: ১৮ মে ২০২৫, ০৯:১১ পিএম
আরো পড়ুন
পাখির গান

আবু হাসান
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম

পাখির গান নিয়ে লিখেছেন আবু হাসান
পাখিরা আসে সকাল বেলা,
ডাকে মিষ্টি গান,
আকাশ জুড়ে ওড়ে ওরা,
হাসির মত প্রাণ।
রোদ্দুরেতে উড়তে গিয়ে
নাচে ডানা মেলে,
হাওয়ার সাথে দোল খেয়ে যায়,
আনন্দে মন ভরে।
ফুলের ডালে বসে ওরা
খুঁজে নেয় যে বন্ধু,
সবুজ পাতায় গল্প করে,
মিষ্টি মধুর কাণ্ড!
আমরাও হবো পাখির মত
গাইবো মনের গান,
হাসি দিয়ে, খুশি নিয়ে
রাঙিয়ে দেবো প্রাণ।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

পাখির গান নিয়ে লিখেছেন আবু হাসান
পাখিরা আসে সকাল বেলা,
ডাকে মিষ্টি গান,
আকাশ জুড়ে ওড়ে ওরা,
হাসির মত প্রাণ।
রোদ্দুরেতে উড়তে গিয়ে
নাচে ডানা মেলে,
হাওয়ার সাথে দোল খেয়ে যায়,
আনন্দে মন ভরে।
ফুলের ডালে বসে ওরা
খুঁজে নেয় যে বন্ধু,
সবুজ পাতায় গল্প করে,
মিষ্টি মধুর কাণ্ড!
আমরাও হবো পাখির মত
গাইবো মনের গান,
হাসি দিয়ে, খুশি নিয়ে
রাঙিয়ে দেবো প্রাণ।