×

রাজনীতি

মাসুদ সাঈদী

ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৫০ পিএম

ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে

ছবি: সংগৃহীত

   

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে!’

মাসুদ সাঈদী পোস্টে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘খুনি হাসিনার বানানো আইনে এবং তারই তৈরি ট্রাইব্যুনালে এবার হাসিনা ও তার সহযোগীদের বিচার হবে, ইনশাআল্লাহ। এই দিনটির জন্য আমি আল্লাহর কাছে বহুবার কান্না করেছি। এখন স্বপ্ন পূরণের অপেক্ষা মাত্র কয়েক দিনের।’

সোমবার (১৪ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে হাইকোর্টের বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। 

আরো পড়ুন: অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক, যে আলোচনা হলো 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরকারের দমন-পীড়নকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে নতুনভাবে বিচার শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।  

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সোমবার এক ব্রিফিংয়ে জানান, গত জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অভিযোগ উঠেছে, যা নিয়ে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে।  

দেলোয়ার হোসেন সাঈদী একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। গত বছরের ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় কারা হেফাজতে তার মৃত্যু হয়। সাঈদীর চার ছেলের মধ্যে বড় ছেলে রাফিক বিন সাঈদী মারা গেছেন। আরেক ছেলে শামীম সাঈদী আমেরিকায় এবং ছোট ছেলে নাসিম সাঈদী যুক্তরাজ্যে বসবাস করছেন। বর্তমানে দেশে আছে ছেলে মাসুদ সাঈদী।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App