×

রাজনীতি

স্বৈরাচারের দোসররা দুর্নীতি করে পালিয়ে গেছে : আমিনুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ এএম

স্বৈরাচারের দোসররা দুর্নীতি করে পালিয়ে গেছে : আমিনুল হক

ছবি: ভোরের কাগজ

   

"পতিত" আওয়ামী স্বৈরাচারের দোসররা দুর্নীতি করে বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

তিনি বলেন, গত ১৭ বছরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা বাংলাদেশে উন্নয়নের নামে দুর্নীতি করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। তারা দুর্নীতি করে নিজেদের পরিবার পরিজনের নামে কানাডার বেগম পাড়া, দুবাই, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অট্টালিকা তৈরি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে।  

শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে মিরপুর পল্লবী "ট" ব্লক এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন পূর্ব এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার কখনো জনগণের কাছে যায়নি; তারা কখনো এ দেশের জনগণের পাশে ছিল না। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। কীভাবে এ দেশের মানুষের উন্নয়ন করা যায়-সেই লক্ষ্য নিয়েই বিএনপি সর্বদা কাজ করে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের কথা চিন্তা করে বলেই দেশের যেকোনো ক্লান্তি লগ্ন ও মহামারীর সময়ে বিএনপির নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সবসময় এ দেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মানুষের পাশে থেকে কাজ করেছে। 

পল্লবীর ট ব্লক এলাকায় কম্বল বিতরণ উদ্বোধন শেষ করে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ড, ১১ নম্বর বাসস্ট্যান্ড, পূরবী সিনেমা হলের সামনে, কালশীর মোড় এলাকার প্রধান সড়কে শীতে কষ্ট করা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় শীতের কম্বল পেয়ে অসহায় শীতার্ত গরিব মানুষরেরা আনন্দ উল্লাস করেন।

বিএনপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, আব্দুর রহমান, পল্লবী থানা যুবদল সভাপতি নূর সালাম, ছাত্রদল রুপনগর থানা কমিটির সভাপতি মনিরুজ্জামান রনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App