বাংলাদেশের ৫৪ বছরেও সেই সমস্যা দূর হয়নি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:৩৩ পিএম

ছবি: সংগৃহীত
‘মুজিবাদী সংবিধানের’ মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৮ জুলাই) মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় আলাদা পথসভায় বক্তব্য রাখার সময় তিনি এ দাবি করেন।
একাত্তরে মেহেরপুরে স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করার মধ্য দিয়ে যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল সে অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ ‘হয়নি’ বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করা হয়েছিল এবং বাংলাদেশের ৫৪ বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি।
২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন সম্ভাবনা ও নতুন শাসন পাওয়ার বিষয়টি তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, আজ বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার জন্য পথে নেমেছি।