জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৯:৩৯ পিএম

ছবি: সংগৃহীত
সমাবেশে অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে যান তিনি। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানও ছিলেন।
হাসপাতালে গিয়ে বিএনপি মহাসচিব জামায়াত আমিরের শয্যার পাশে বসে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন।
এর মিনিট খানেক বাদে জামায়াত আমির উঠে দাঁড়ান এবং আবার বক্তব্য দেওয়া শুরু করেন। কিন্তু আবারও পড়ে যান তিনি। কিছুক্ষণ পর না দাঁড়িয়ে মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসে বক্তব্য দেন জামায়াত আমির। বসে বসেই প্রায় ১০ মিনিট বক্তব্য দেন জামায়াতের আমির। তার বক্তব্যের মধ্য দিয়েই শেষ হয় দলটির ‘জাতীয় সমাবেশ’। সমাবেশের পর শফিকুর রহমানকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
সন্ধ্যায় জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম বলেন, ওনাকে ধানমন্ডির হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে, তিনি সুস্থ আছেন। সব গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাত দাবিতে এদিন ঢাকায় সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।