অবশেষে বিএনপির ২০ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ১২:১২ পিএম

ফাইল ছবি

শুক্রবার বিকালে রাজধানীর পুরানা পল্টনের সীগাল রেস্টুরেন্টে দলের মজলিশে শুরার বৈঠক। ছবি: সংগৃহীত
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটে থাকা সর্বশেষ নিবন্ধিত দল হলো খেলাফত মজলিস। এবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস।
শুক্রবার (১ অক্টোবর) বিকালে রাজধানীর পুরানা পল্টনের সীগাল রেস্টুরেন্টে দলের মজলিশে শুরার বৈঠক শেষে তাদের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক প্রেস ব্রিফিংয়ে জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
তবে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী তখন বলেছিলেন, আমাদের দলে মজলিশে শুরার সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতেই যেকোনো সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এটুকু বলতে পারি, আমরা দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ বিবেচনা করে রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ করব।
সারাদেশের সব জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মজলিশে শুরার প্রায় দুই শ সদস্যকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। দলের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বৈঠকে সভাপতিত্ব করেন।
খেলাফত মজলিস ২০-দলীয় জোটে থাকা একমাত্র নিবন্ধিত ইসলামি দল। এর বাইরে যে কয়টি ইসলামি দল জোটে আছে, সেগুলো মূলত এর আগে বেরিয়ে যাওয়া দলগুলোর খণ্ডিত অংশ। এর মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট (আবদুর রকিব) ও জমিয়তে উলামায়ে ইসলামের (মনসুরুল হাসান) আরেকটি অংশ ২০-দলীয় জোটে থাকলেও তাদের নিবন্ধন নেই।