×

প্রবাস

প্রবাসের কবিতা: গোধূলি লগনে

রহমান মৃধা, সুইডেন থেকে

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৬:০৩ পিএম

প্রবাসের কবিতা: গোধূলি লগনে

প্রবাসের কবিতা: গোধূলি লগনে

   

পড়ছে মনে আমার এখন

ছোটবেলার দিনগুলো।

বন্ধুবান্ধব যা আমার

গ্রামে ছিল সবগুলো।

কাদা মাটি দিয়ে

খেলাধুলো যা করেছি,

সবাইকে নিয়ে।

মা থাকত বাড়িতে অস্থির সারাক্ষণ,

ভাবছে মনে কেন দেরি করছি এতক্ষণ!

রেগে বেগে বলতেন একা

ভাত দিব না খেতে,

বুজবি তখন লাগে কেমন

খিদে লাগলে পেটে।

গোধূলি লগনে হাঁটতে পথে

তুলেছি শাপলা ফুল,

বলিব মাকে ধরো ফুলগুলো

এনেছি তোমার জন্য।

বলতে হবে বিনয়ের সাথে

হবে না দেরি ফিরতে বাড়ি,

করিব না আর ভুল।

নেও না তুমি এনেছি দেখো

কি চমৎকার ফুল।

এভাবেই মোর শিশুকালটি

কেটেছে সেই যুগে।

একি সব দেখছি এখন?

যা ছিল স্বপ্ন তখন।

জীবনের শেষটি কোথায়?

ভাগ্যে লিখা আছে যেথায়,

নীরবে যেতে হবে সেথায়।

কি হবে এতো ভেবে,

চলে যখন যেতেই হবে!

বসন্তের এই আগমনে

মৌমাছিদের গুঞ্জনে,

পড়ছে মনে অনেক কথা।

সুখ-দুঃখ -হাসি -ব্যথা,

ভালোবাসা হৃদয়ে গাথা।

দেখা যদি হয় কোনো দিন

বলব মনের কথা সেদিন।

ছোটবেলার সেই দিন

ফিরে আসবেনা আর কোনো দিন।

গোধূলির লগনে স্মৃতির মাঝে

দিনগুলো মোর যায় ভেসে।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App