×

প্রবাস

রাষ্ট্রদূত আবু জাফর

ইউএইর সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৯:০৬ পিএম

ইউএইর সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে

ছবি: ভোরের কাগজ

আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, বর্তমানে ইউএইর সাথে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে এবং আগামী বছর হতে তা পার্টনারশিপ পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে। 

মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৯৭১ সাল থেকে আরব আমিরাতে রিয়েল স্টেট এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজ শুরু করেছে। তার মাধ্যমে  আমাদের বাংলাদেশী দক্ষ কর্মী এদেশে আসা শুরু করেছে। আজকে বাংলাদেশ এবং ইউএইর কূটনৈতিক সম্পর্কের অন্যতম ভিত্তি হচ্ছে প্রবাসী বাংলাদেশী। আরব আমিরাতের ১০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশী আছে। তারা বিদেশে আমাদের কূটনৈতিক সম্পর্ক বুনিয়াদি থেকে প্রতিদিন তারা মজবুত করছে। আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই সম্পর্ক আরো বিকশিত হবে।

প্রবাসী বাংলাদেশের আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে বড় একটি চালিকাশক্তি হিসেবে কাজ করছে। উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে আরো ব্যাপকভাবে রেমিটেন্স পাঠানোসহ আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের মতে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান আমিরাত সফরে ও আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সাথে সূচনা করেছেন তা অদূর ভবিষ্যতে আরো দৃঢ়তর হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত সরকারের ফরেন ফরেন অ্যাফেয়ার্স আসিস্ট্যান্ট মিনিস্টার সুলতান আল শামসি। আরো উপস্থিত ছিলেন আমিরাতে অবস্থানরত পাকিস্তান, শ্রীলংকাসহ ৫০টি দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, ওয়ার্ল্ড সিআইপি এসোশিয়েসনের সভাপতি সিআইপি মো. মাহাতাবুর রহমান নাসির। 

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কনস্যুলেট, জনতা ব্যাংক, বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ, প্রবাসী কম্যুনিটির নেতৃবৃন্দ মিডিয়া কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার

পটেটো চিপস খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

পটেটো চিপস খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App