বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৩:৫৯ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে বলে যে খবর প্রকাশ করা হয়েছে সেটি ‘গুজব’। বুধবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুবাইয়ের ভিসা বন্ধের তথ্যটি সঠিক নয়। এটি গুজব। বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি। আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এ নিয়ে ভুল তথ্য দেয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে মিছিল নিষিদ্ধ থাকলেও বাংলাদেশি কর্মীরা কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করে। এসময় তাদের গ্রেপ্তার করেছে আমিরাতের পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে মর্মে খবর ছড়িয়ে পড়ে। দেশের কয়েকটি গণমাধ্যমও এ খবর প্রকাশ করে।
আরো পড়ুন : সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে: সেনাপ্রধান
খবরে বলা হয়, বাংলাদেশি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ করায় ভিসা বন্ধ করেছে আমিরাত। সেইসঙ্গে ৫৭ জনকে সাজা দেয়ার খবরও প্রচার করা হয়।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া ঘটনাবলির পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আরব আমিরাতের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। ওই বিক্ষোভের দায়ে সোমবার ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার। এর একদিন পরই বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধের খবর ছড়ায়।
আরব আমিরাতে বিক্ষোভের দায়ে কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৫৩ বাংলাদেশির ১০ বছর করে এবং একজনের ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।