×

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ ইন

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ ইন

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৮ জুন) সকাল ৫টার দিকে মুষলধারে বৃষ্টির সুযোগে ভারতের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ওই ২০ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। এর মধ্যে রয়েছেন তিনজন পুরুষ, সাতজন নারী এবং ১০ জন শিশু।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এরা প্রায় ১০ বছর আগে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর হরিয়ানা অঞ্চলের একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সেখান থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে, এবং বিএসএফ তাদের মাসুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে।

আরো পড়ুন : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঘটনার সময় বৃষ্টির কারণে সীমান্তে নজরদারি দুর্বল থাকায় এই সুযোগটি নেয় বিএসএফ। তবে তাৎক্ষণিকভাবে ৫৩ বিজিবির একটি টহল দল ওই এলাকা থেকে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় এবং স্থানীয় ক্যাম্পে তাদের প্রাথমিক নিরাপত্তা ও থাকার ব্যবস্থা করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পুশ ইন হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ভারত থেকে এভাবে নিয়মিত পুশ ইন প্রক্রিয়ার ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলোতে উদ্বেগ বাড়ছে। বিজিবি সূত্র জানায়, এ বিষয়ে উচ্চপর্যায়ে প্রতিবাদ জানানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান: প্রধান উপদেষ্টা

কত সম্পত্তির মালিক ক্যাটরিনা

কত সম্পত্তির মালিক ক্যাটরিনা

সকালে খালি পেটে যতটুকু পানি পান করবেন

সকালে খালি পেটে যতটুকু পানি পান করবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App