×

সোশ্যাল মিডিয়া

কার উপর চটে স্ট্যাটাস দিলেন নগদের তানভীর মিশুক?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম

কার উপর চটে স্ট্যাটাস দিলেন নগদের তানভীর মিশুক?

নগদের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। ছবি: ভোরের কাগজ

   

সরকারের পট পরিবর্তন হওয়ার পর বদলে গেছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের পরিচালনা পর্ষদ। সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও আওয়ামী লীগের বন্দনা করে দেয়া পোস্ট সরিয়ে দিয়েছে। এসব করেও শেষ রক্ষা হয়নি। নগদে বসেছে প্রশাসক। বাতিল করা হয়েছে তাদের ডিজিটাল ব্যাংকিং সেবা। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নগদের সদ্য সাবেক নির্বাহী বিভাগ। 

২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদের উদ্বোধন করেন। পরে বিভিন্ন সময়ে এর মালিকানায় যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। যথাযথ গ্রাহক তথ্য যাচাই (কেওয়াইসি) ছাড়াই প্রতিষ্ঠানটি মোবাইল গ্রাহকদের নিজস্ব গ্রাহক বানিয়ে ফেলার সুযোগ পায় নগদ। সরকারের সব ভাতা বিতরণেরও একচ্ছত্র সুবিধা পায় প্রতিষ্ঠানটি। ফলে সরকারি ভাতা পেতে নগদের গ্রাহক হওয়া বাধ্যতামূলক হয়ে যায়। নগদে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ছিলেন তানভীর আহমেদ, নিয়াজ মোর্শেদ এলিট ও মারুফুল ইসলাম।  

আরো পড়ুন- নগদে প্রশাসক নিয়োগ, যে আশঙ্কার কথা জানালেন তানভীর মিশুক

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন সময়ে যথাযথ প্রক্রিয়া মেনে চলেনি প্রতিষ্ঠানটি। ডাক বিভাগের সেবা বলা হলেও আদতে এতে সরকারের কোনো অংশীদারিত্ব ছিল না। তবে এখন প্রশাসক বসাতে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হবে। 

নিজেদের থেকে ক্ষমতা হাতছাড়া হওয়াতে চটেছেন নগদের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। তিনি আজ সোমবার (২৬ আগস্ট) বিকালে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘টাইগার জিন্দা হ্যায়’ হ্যাশট্যাগ (#Tiger_Zinda_Hai) দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তার রাগের বহিঃপ্রকাশ ও দ্বিতীয় পর্বের খেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। ‘আমাদের খেলা থেকে বাদ দেওয়া যাবে না’ বলেও হুংকার দিয়েছেন। 

তানভীর আহমেদ মিশুক লিখেছেন- কি, আমরা বলবো আমরা বিশ্বাস করি, আর সব ঠিক হয়ে যাবে? আমরা কি জানি না আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা হবে? আমাদের কে কাঠগড়ায় দাঁড় করানো হবে? এটা তো নতুন না, যখনই পৃথিবীর ইতিহাসে পুরোনো আধিপত্যের বিরুদ্ধে মানুষের ভালোর জন্য যেই নতুন কিছু করতে চেয়েছে তাদের সবারই এই রকম সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে।

তিনি আরো লিখেছেন, আমরা কি দমে যাবো? হার মেনে নিবো? আমাদের খেলা কি শেষ? খেলা তো এখনো শুরুই হলো না, কেবল খেলার প্রথম পর্ব দেখলাম। মনে আছে তামিম, মিরাজকে বলছিলো ‘দুনিয়াটা গোল আজ তুমি এই পাশে, কাল আমি ঐ পাশে’! একটা কথা মনে রাখবেন, আমাদের খেলা থেকে বাদ দেওয়া যাবে না, কারণ আমরা বাংলাদেশের পক্ষে খেলি। খেলার দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ! দেখা হবে বিজয়ে!! 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App